ইংরেজ বাজার

লক্ষ্মী ভান্ডারকে হাতিয়ার করে তৃণমূলের প্রচার

 

ভিন রাজ্য থেকে একের পর এক ফিরে আসছে তরতাজা যুবকের কফিন বন্দী দেহ। বন্ধ চাকরি। যোগ্যরা বসে রয়েছে পথে। আর এরই মাঝে লোকসভা নির্বাচনের হাতছানি। তাইতো নিজের নিজের হাতিয়ার বের করেছে সমস্ত রাজনৈতিক দল। কারও হাতিয়ার মোদী গ্যারেন্টি, কারও হাতিয়ার রাহুল, কারও হাতিয়ার লক্ষ্মী ভান্ডার।

    লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনের পরিবেশ। তাই তো এই নির্বাচনে তৃণমূলের বৈতরণী পার করতে একমাত্র ভরসা হাজার টাকা অর্থাৎ লক্ষ্মী ভান্ডার। সেই মতো লক্ষ্মী ভান্ডার নিয়ে অভিনব প্রচার চালাল মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন। এদিন কাজী গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার করা হয়। সভা শুরুর আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে এলাকায় মিছিল করে তৃণমূলের মহিলা সেল। সোমবার বিকেলে ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর কলোনি এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের সভায় মমতা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে ভোট ভিক্ষা করেন উপস্থিত বক্তারা।